Return   Facebook

The Universal House of Justice

Ridván 2025

To the Bahá’ís of the World

Dearly loved Friends,

নয় বর্ষীয় পরিকল্পনার প্রথম ধাপটি শেষ হতে যখন আর মাত্র এক বছর বাকি, তখন আমরা এই পরিকল্পনার প্রগতির বিষয়ে আপনাদের অবগত করতে উৎসুক - কীভাবে, মহৎ প্রচেষ্টার আলোকোজ্জ্বল উদাহরণের মাধ্যমে, প্রভুধর্মের নিবেদিত রূপকল্প আরো অধিক সংখ্যক হৃদয়কে আশায় পরিপূর্ণ করে তুলছে।

বৃদ্ধির প্রক্রিয়া ক্রমাগত এগিয়ে চলছে। সেই সকল বৈচিত্র্যপূর্ণ স্থানেও উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যেখানে অতীতে গুরুত্বপূর্ণ প্রগতি লক্ষ্য করা যায়নি, যেখানে প্রভুধর্মের বীজ সবুজ চারা গাছের জন্ম দিচ্ছে এবং অসংখ্য আত্মাদের সঙ্গে একই সাথে কাজ করার সামর্থ্য গড়ে উঠতে শুরু করেছে। এই অগ্রগতি অধিকাংশ ক্ষেত্রে সম্ভব হয়েছে নিবেদিতপ্রাণ পাইওনিয়ারদের কারণে, যারা নিজেদের প্রভুর প্রেমে হৃদয় আলোকিত করে, অধিক সংখ্যায় স্বদেশে ও বিদেশে নির্দিষ্ট অবস্থানস্থলের দিকে ধাবিত হয়েছে। যেসব ক্লাস্টারে বৃদ্ধির কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল, সেখানে সেই স্বীকৃত কৌশল ও কর্মপন্থাগুলিকে সৃজনশীলতা ও উদ্ভাবনকুশলতার সাথে প্রয়োগ করতে নতুন করে মনোযোগ দেওয়া হয়েছে, যেগুলি বন্ধুদের দ্বিতীয় ও তৃতীয় মাইলফলক অতিক্রম করতে সক্ষম করবে। যেসব ক্লাস্টার ইতিমধ্যেই শক্তিশালী হিসেবে প্রমাণিত হয়েছে, যেখানে বাহা'ই জীবনের এক স্পন্দনশীল ও রূপান্তরকারী প্যাটার্নকে উদ্দীপ্ত আত্মাদের ক্রমবর্ধমান একটি দল আলিঙ্গন করছে, সেখানে প্রভুধর্মের সমাজ-গঠনকারী শক্তির কিরণ আরো দৃশ্যমান হয়ে উঠছে।

ইতোমধ্যে, তৃণমূল স্তরে সমাজের সাথে বিজড়ন উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে। শিক্ষার উপর কেন্দ্রীভূত সামাজিক কর্মকাণ্ডের সম্প্রদায়গত উদ্যোগগুলি সর্বাপেক্ষা দ্রুত বৃদ্ধি পেয়েছে, উপরন্তু কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, নারীর ক্ষমতায়ন, এবং শিল্পকলার মত অন্যান্য উদ্যোগগুলিও অগ্রসর হয়েছে। এই ধরনের অগ্রগতি সর্বাপেক্ষা শক্তিশালী ক্লাস্টারগুলিতে সব থেকে সুস্পষ্ট, যেখানে অনেক গ্রাম বা মহল্লা – এমনকি একটি রাস্তা অথবা কোন ভবন যেখানে বিপুল সংখ্যক জনগণ বসবাস করে - যেগুলো হলো সেই জনগোষ্ঠীর গৃহ, যারা প্রভুধর্মের নীতিগুলিকে দৃশ্যমান বাস্তবে পরিণত করা থেকে প্রাপ্ত উত্থানের অভিজ্ঞতা লাভ করছে। কিছু কিছু স্থানে, শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নে স্থানীয় স্তরে দায়িত্বপ্রাপ্ত পৌর নেতা ও ব্যক্তিরা বাহা'ইদের দিকে শুধু নতুন দৃষ্টিভঙ্গি লাভের জন্যই তাকাচ্ছে না, বরং বাস্তব সমাধানের সন্ধানে তাদের সাথে একত্রে কাজ করার ইচ্ছাও প্রকাশ করছে। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে, কিছু গুরুত্বপূর্ণ চর্চার প্রতি বাহা'ই দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিবেচনা ও প্রশংসা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেখে আমরা আনন্দিত হচ্ছি।

নয় বর্ষীয় পরিকল্পনাটি সেই সুবিশাল, বিশ্বব্যাপী শিক্ষাগ্রহণের প্রক্রিয়ার উপর নির্ভরশীল যেটি বলিভিয়ার পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সিডনির শহরতলী পর্যন্ত সমানভাবে কার্যকর। শিক্ষাগ্রহণের এই প্রক্রিয়া সকল পরিবেশের সাথে মানানসই কৌশল ও কর্মকান্ডের জন্ম দিয়েছে। এই প্রক্রিয়া প্রণালীবদ্ধ, জৈবিক ও সর্ব-আলিঙ্গনকারী। এটি পরিবারগুলোর মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, যুবকদের মধ্যে, এবং সেই সকলদের মধ্যে যারা এই মহিমান্বিত কর্মযজ্ঞের নায়ক হতে প্রস্তুত তাদের মধ্যে সংযোগ সৃষ্টি করে, এমন সংযোগ যা এক গতিশীল সম্পর্ককে পুষ্পায়িত করে। এটি এমন সম্প্রদায়সমূহ গড়ে তোলে যেগুলো সম্ভাবনায় পরিপূর্ণ। এটি সেই সমস্ত মানুষের একত্রে ভাগ করে নেওয়া উচ্চাকাঙ্ক্ষাগুলির পরিপূর্ণতা সম্ভব করে তোলে —যারা ভৌগোলিক, ভাষা, সংস্কৃতি বা সামাজিক অবস্থানের কারণে বিচ্ছিন্ন ছিল, কিন্তু এখন তারা বাহাউল্লাহর সেই সার্বজনীন আহ্বান "একে অপরের জীবন উন্নত করার জন্য নিরন্তর চেষ্টা কর” শুনেছে ও সাড়া দিয়েছে। এই প্রক্রিয়া ঈশ্বরের বাণীর সেই সঞ্জীবনী শক্তি, সেই "ঐক্য সৃষ্টিকারী শক্তি”র উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল - যা হল, "আত্মাদের চালক এবং মানববিশ্বকে এক সূত্রে বন্ধনকারী ও নিয়ন্ত্রক" - এবং সেই দীর্ঘস্থায়ী কর্মকান্ডের উপরও নির্ভরশীল যা এই শক্তি দ্বারা অনুপ্রাণিত।

তিমিরাচ্ছন্ন ঝটিকাপূর্ণ গগনের বিপরীতে, আপনাদের একনিষ্ঠ প্রচেষ্টা থেকে বিচ্ছুরিত আলোক কতই না উজ্জ্বল! যখন পৃথিবীতে ঝড়ের প্রবল তাণ্ডব চলছে, ঠিক তখনই দেশে দেশে, অঞ্চলে অঞ্চলে, ক্লাস্টারে ক্লাস্টারে মানবতার জন্য আশ্রয়স্থল নির্মিত হচ্ছে। কিন্তু এখনো অনেক কাজ বাকি। প্রতিটি জাতীয় সম্প্রদায়েরই এই (নয় বর্ষীয়) পরিকল্পনার প্রারম্ভিক পর্যায়ে কী অগ্রগতি সাধিত হবে তা নিয়ে নিজস্ব কিছু প্রত্যাশা আছে। সময় বয়ে যাচ্ছে। সুপ্রিয় বন্ধুগণ, দিব্য শিক্ষাবলীর প্রচারকগণ ও পূতপবিত্র সুষমার বীরগণ - এই মুহূর্তে আপনাদের প্রচেষ্টার বড়ই প্রয়োজন। পরবর্তী রিজওয়ানের আগে দ্রুত ধাবমান মাসগুলিতে অর্জিত প্রতিটি অগ্রগতি সর্বমহান নামের সম্প্রদায়কে (নয় বর্ষীয়) পরিকল্পনার দ্বিতীয় ধাপে তাদের যা অর্জন করতে হবে তার জন্য আরো ভালোভাবে

প্রস্তুত করবে। আপনারা সফলকাম হোন। এই উদ্দেশ্যে আমরা সার্বভৌম প্রভুর চরণে সনির্বন্ধ প্রার্থনা জানাচ্ছি; এই উদ্দেশ্যে আমরা তাঁর অব্যর্থ সাহায্য কামনা করছি; এই উদ্দেশ্যে আমরা তাঁকে আপনাদের প্রত্যেকের সাহায্যকারীরূপে তাঁর শ্রেষ্ঠ দেবদূতগণকে প্রেরণ করতে অনুনয় করছি।

 

Windows / Mac